হাসপাতালে রোগীর মৃত্যু, নিরাপত্তাকর্মী-স্বজনদের সংঘর্ষ

ভুল চিকিৎসায় ফুলজান বিবি নামে এক নারীর মৃত্যুর অভিযোগে সিলেটের জালালাবাদ রাগীব-রায়েবা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তাকর্মী ও স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে হামলা ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিচারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন সিলেট জেলা ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপ শ্রমিকরা। ফুলজান বিবির ছেলে শ্রমিক সংগঠনের একজন সদস্য। তাকে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা মারধর করায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

স্বজনদের অভিযোগ, ফুলজান বিবি তিন দিন আগে ভুল চিকিৎসায় মারা গেছেন। মৃত্যুর পরও তার লাশ আইসিইউতে রেখে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে লাশ আটকে রেখে আইসিইউ বিল দাবি করে।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় হাসপাতালে কিছু ভাঙচুর হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। কয়েকজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

রাগীব-রায়েবা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আরমান আহমদ শিপলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।