১২টা বাজার আগেই শূন্য ভোটকেন্দ্র 

শ্রীমঙ্গলে চলছে উপজেলা পরিষদের উপনির্বাচন। ৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুর দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে তা কিছুটা বাড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ার আশা করেছিলেন নির্বাচন সংশ্লিষ্টরা। তবে দুপুর ১২টার আগেই অনেক কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়ে। 

সরেজমিন গিয়ে দেখা যায়, শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ১২টার মধ্যেই ভোটার শূন্য হয়ে পড়ে। এছাড়া উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং ভৈরবগঞ্জ সরকারি প্রথামিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের দেখা গেলেও ভোটার চোখে পড়েনি।    

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল পৌর শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪০৪ ভোটের মধ্যে মাত্রা ৫০টি ভোট কাস্টিং হয় বলে জানান প্রিসাইডিং অফিসার সঞ্চিত কুমার দেব। 

ওই কেন্দ্রে ভোট দিতে আসা সুনিতা দে বলেন, এরশাদের আমল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। তবে এখন আর সেই ভোটের আমেজ নেই। কেন জানি ভোট থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।  

সকাল ১১টার দিকে উপজেলার সিংহ বীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি কম। সেখানে মোট ভোটার ৩১৯৫ জন। তবে ১১ শতাংশ ভোট পড়েছে বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খালেদ মোহাম্মদ আব্দুল বাছিত। 

এদিকে একই চিত্র শহরতলীর সুনগইড় প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও। 

তবে চা বাগানের ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো ছিল বলে জানান সংশ্লিষ্টরা। 

শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, নিজেই উপজেলার সবকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। নির্বাচনকে ঘিরে পাঁচ জন অতিরিক্ত পুলিশ সুপার, ২৫ জন পুলিশ পরিদর্শক, ৯৪ জন উপ-পুলিশ পরিদর্শক, ৯২ জন সহকারী উপ-পুলিশ পরিদর্শক, ২০ জন নায়েক, ৩৮৮ জন পুরুষ কনস্টেবল ও ৫৫ জন নারী কনস্টেবলসহ ৬৮১ জন কাজ করছেন। এছাড়া ২৭টি মোবাইলটিম, ১০টি স্ট্রাইকিং ফোর্স এবং পাঁচটি স্ট্যান্ডবাই টিম নির্বাচনের নিরাপত্তায় কাজ করছে বলে জানান তিনি। 

শ্রীমঙ্গল উপজেলায় ৮০ ভোটকেন্দ্রের ৫৭৯টি বুথে ভোটগ্রহন চলছে। নির্বাচনে মোট ভোটার দুই লাখ ৩৩ হাজার ৯১৬ জন।

চা বাগান এলাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনকউপনির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়, লাঙল প্রতীক নিয়ে লড়ছেন মিজানুর রব। এছাড়া আনারস প্রতীকে প্রেম সাগর হাজরা ও ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আফজল হক।

মৌলভীবাজার জেলা রির্টানিং অফিসার মো.আলমগীর হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি ১৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। 

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূন্য হয়।