সিলেটে পরিবহন ধর্মঘটে সীমাহীন দুর্ভোগ

সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এজন্য দিনভর সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। বেশি বিপাকে পড়ে এসএসসি পরীক্ষার্থীরা। নিরুপায় হয়ে অনেকেই হেঁটে গন্তব্যে ছুটেছেন।   

সোমবার (২২ নভেম্বর) ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিকদের ডাকা এ ধর্মঘটের কারণে সিএনজিচালিত অটোরিকশা থেকে শুরু করে বাস, মিনিবাস, ট্রাক, লরি ও মাইক্রোবাস চলাচল বন্ধ আছে। পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সিলেট থেকে কোনও দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটে ভোগান্তির কথা জানিয়ে উপশহরের বাসিন্দা আসমা খাতুন বলেন, ‘মেয়েকে সকালে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে কোনও যানবাহন পাইনি। পরে বেলা ২টা পর্যন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ৫শ’ টাকায় ভাড়া করেছি।’

সিএনজি অটোরিকশা চালক মাসুক ও আলাউদ্দিন জানান, এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে দিয়ে স্ট্যান্ডে এসে বসে রয়েছি। কোথাও যাত্রী নিয়ে যাওয়া যাচ্ছে না।’

সড়কে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরাবাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, ‘শ্রমিকরা তাদের দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন। আমরা কোনও সহিংসতা করছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন বলে আমাদের জানিয়েছেন।’

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আশরাফ উল্লাহ তাহের বলেন, ‘শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে কঠোর নজরদারি করা হচ্ছে। এ ছাড়া চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রেও পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, তাদের এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পূর্বঘোষিত। গত ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। যেহেতু প্রশাসন থেকে তাদের দাবি বাস্তবায়নের ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি, তাই সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দেন তারা।