সুনামগঞ্জ আদালতে মুরাদসহ ২ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলার আবেদন করেন। আবেদনে মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের নাম রয়েছে।
 
অ্যাডভোকেট আব্দুল হক বলেন, জিয়াউর রহমানের নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন একজন মন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ অশালীন কথা বলেছেন, সেটা বাংলাদেশের নাগরিক হিসেবে কোনোভাবেই কাম্য নয়। এই বক্তব্যে শুধু জাইমা রহমান নয়, দেশের সব নারীকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা করেছি। আদালত সঠিক বিচারের ব্যবস্থা নেবেন।