বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লোকেশ রায় (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বিজিবির মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত লোকেশ কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি এ কে এম নজরুল ইসলাম বলেন, ‘বিজিবির সদস্যরা কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।’

ওসি বলেন, ‘শুক্রবার লোকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ ভারতে অনুপ্রবেশ করেন। কালাইরাগ সীমান্তে শনিবার গুলিবিদ্ধ হন শৈলেন কন্দ। আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও লোকেশ নিখোঁজ ছিলেন। আজ তার লাশ উদ্ধার করা হলো।’