সুনামগঞ্জের ১১ ইউপিতে হেরেছে নৌকা

সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে সাতটিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ১১টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ধর্মপাশা উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে নৌকা বিজয়ী হয়েছে চারটিতে। বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

এই উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সঞ্জীব তালুকদার টিটু, চামরদানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর খসরু, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রাসেল আহমেদ, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুর নবী তালুকদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন সুলতানা দীপা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসেন, সেলবরষ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফরিদ, পাইকুরাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক, ধর্মপাশা সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জুবায়ের পাশা হিমু ও জয়শ্রী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সঞ্জয় রায় চৌধুরী বিজয়ী হয়েছেন। ধর্মপাশায় বিজয়ীদের কয়েকজন

শাল্লা উপজেলার চার ইউনিয়নের একটিতে আওয়ামী লীগের প্রার্থী ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উপজেলার আটগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বাহারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হবিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস এবং শাল্লা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার জয়ী হয়েছেন। 

জামালগঞ্জের চার ইউনিয়নের দুটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উপজেলার ফেনারবাক ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী কাজল চন্দ্র তালুকদার ও বেহেলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সুব্রত সামন্ত সরকার, সাচনা বাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুক মিয়া ও ভীমখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জমান তালুকদার বিজয়ী হয়েছেন।