২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা হলো না

মৌলভীবাজারের শেরপুরে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলার অনুমতি মেলেনি। করোনা সংক্রমণ মোকাবিলায় এই মেলার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।

সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর। এখানে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল।

এবার বুধবার রাত থেকে এই মাছের মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মোকাবিলায় সরকারি প্রজ্ঞাপন জারির কারণে এ বছর মেলার নিলাম ডাকা হয়নি। জেলা প্রশাসন ঝুঁকি এড়াতে মেলার অনুমতি দেয়নি।

মহামারি পরিস্থিতির কারণে ২০২১ সালেও এই মেলা অনুষ্ঠিত হয়নি। এ বছরও একই কারণে মেলার অনুমতি মেলেনি।

মৌলভীবাজার শহরের বাসিন্দা এস এম উমেদ আলী বলেন, করোনা প্রতিরোধে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এ বছর মাছের মেলা আয়োজন করা হয়নি।