এই সরকারের উন্নয়নের প্রতি আস্থা রাখে মানুষ: পরিকল্পনামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা দেশে যে উন্নয়ন হচ্ছে তা দৃষ্টান্ত স্থাপন করার মতো বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘সুনামগঞ্জ জেলায়ও অনেক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় পাগলায় মহাসিং নদীর ওপর সেতু নির্মাণ হবে। আশা করছি আগামী দুয়েক বছরের মধ্যে সেতুটি দৃশ্যমান হবে। আওয়ামী লীগ সরকার দেশের অনেক উন্নয়ন করছে। এই সরকারের উন্নয়নের প্রতি আস্থা রাখেন দেশের মানুষ।’

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে রায়পুর-কাদিপুর অংশে মহাসিং নদীতে সেতু নির্মাণের জায়গা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মহাসিং নদীর এই অংশে একটি সেতু করবো, এটি আমার স্বপ্ন ছিল। আমি প্রথম থেকেই চেয়েছি সেতুটি হোক। উপজেলায় আরও অনেক কাজ করেছি।’

এম এ মান্নান আরও বলেন, ‘আমি চাই, এলাকার উন্নয়নে অবদান রেখেছেন যদি এমন কোনও বিশিষ্ট ব্যক্তি থাকেন বা বীর মুক্তিযোদ্ধা থেকে থাকেন তাদের নামে সেতুটির নামকরণ কারা হোক।’ যদিও স্থানীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নামে সেতুটির নামকরণের দাবি করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার ওসি কাজি মোক্তাদির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জগলুল হায়দার ও সাবেক চেয়ারম্যান মো. নূরুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।