মুহিতের জানাজার জন্য প্রস্তুত হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠ

সদ্যপ্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে শনিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে মাঠে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। রবিবার (০১ মে) দরগাহ মসজিদে জোহরের নামাজের পর দুপুর ২টায় আলিয়া মাদ্রাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে আলিয়া মাদ্রাসা মাঠে গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে। মাঠে সিলেটের রূপকার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এজন্য দ্রুত সময়ের মধ্যে মাঠ মেরামতের কাজ শুরু করেছি আমরা। ইতোমধ্যে মাঠে কয়েক ট্রাক বালু ফেলা হয়েছে। আজকের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।

শনিবার (৩০ এপ্রিল) বিকালে ঢাকা থেকে সড়কপথে সিলেটে আসবে মুহিতের লাশ। হাফিজ কমপ্লেক্সে রাখা হবে তার লাশ।

এদিকে, দাফনকে কেন্দ্র করে নগরীর রায়নগর এলাকায় ডিপ্টি বাড়ি হিসেবে পরিচিত মুহিতের পৈতৃক নিবাস লাগোয়া পারিবারিক কবরস্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সিটি করপোরেশনের একদল পরিচ্ছন্নতাকর্মী শনিবার দুপুর থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। কবরের স্থানও নির্ধারণ করা হয়েছে। মা সৈয়দা শাহারা বানু চৌধুরী ও বাবা আবদুল হাফিজের কবরের পাশে দাফন করা হবে তাকে। 

জানা গেছে, রবিবার দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ নেওয়া হবে। দুপুর ২টার দিকে দরগাহ মসজিদে জোহরের নামাজ শেষে জানাজার নামাজের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে নেওয়া হবে সাবেক অর্থমন্ত্রী মুহিতের লাশ।

আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেট নগরীতে জন্মগ্রহণ করেন। ১৪ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। পিতা-মাতা দুজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। বাংলাদেশের ইতিহাসে টানা ১০টিসহ মোট ১২টি বাজেট দিয়ে রেকর্ড করে গেছেন মুহিত। তিনি ভাষাসংগ্রামী ও রেকর্ডধারী অর্থমন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে শোকে মুহ্যমান সিলেটবাসী।

সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ বলেন, মুহিত স্যারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ইতোমধ্যে পুরো কবরস্থান পরিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে যেখানে তার কবর খোঁড়া হবে সেই স্থানটিও পরিষ্কার করা হয়েছে। মা-বাবার কবরের পাশেই হবে কবর।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘সবকিছু বিবেচনা করেই মরহুম এই নেতার জানাজার নামাজ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর নগরীর রায়নগরে ডিপ্টি বাড়ি পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।’