পর্যটকদের লাঠিপেটার পর এক সপ্তাহ জাফলংয়ে প্রবেশ ফ্রি

আগামী এক সপ্তাহ বিনা টিকিটে সিলেটের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঢুকতে পারবেন পর্যটকরা। টিকিট কাটাকে কেন্দ্র করে পর্যটকদের লাঠিপেটার ঘটনা শুনে এমন ঘোষণা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাফলংয়ে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তায় ২০২১ সালে তিনটি বিশেষ পয়েন্ট নির্ধারণ করা হয়। একই বছরের ২৯ সেপ্টেম্বর থেকে এসব পয়েন্ট দিয়ে জাফলংয়ে ঢুকতে ১০ টাকা ‘প্রবেশ ফি’ চালু করা হয়েছিল। তখন থেকে জেলা পর্যটন উন্নয়ন কমিটির মাধ্যমে এটি তদারক করছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: জাফলংয়ে পর্যটকদের লাঠিপেটা করেছেন স্বেচ্ছাসেবকরা

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে টিকিট কাটাকে কেন্দ্র করে জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের লাঠিপেটা করেন উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। এ সময় নারী পর্যটকদের লাঞ্ছিত করেন তারা। খবর পেয়ে হামলায় জড়িত দুই স্বেচ্ছাসেবককে আটক করে পুলিশ।

জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ‘ঈদ উপলক্ষে আগামী সাত দিন জাফলংয়ে প্রবেশ ফ্রি করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশনা গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছি আমি। আগামী সাত দিন বিনা টিকিটে জাফলংয়ে ঢুকতে পারবেন পর্যটকরা।’

পর্যটকদের লাঠিপেটা করেছেন উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা

জেলা প্রশাসক বলেন, ‘টিকিট কাটাকে কেন্দ্র করে পর্যটকদের লাঠিপেটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে হামলার ঘটনায় দুই স্বেচ্ছাসেবকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পাশাপাশি দুই স্বেচ্ছাসেবককে বরখাস্ত করা হয়েছে।’

আরও পড়ুন: পর্যটকদের লাঠিপেটার ঘটনায় ২ স্বেচ্ছাসেবক আটক  

পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসে। জাফলং ট্যুরিস্ট স্পটে প্রবেশ করতে চায় তারা। এ সময় উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে টিকিট কাটা নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয় সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের। এর জের ধরে নারী-পুরুষসহ ছয় পর্যটকের হামলা চালান স্বেচ্ছাসেবকরা। এ সময় তাদের লাঠিপেটা করেন তারা। এতে তিন পর্যটক আহত হয়েছেন।