পর্যটকদের জন্য টাঙ্গুয়ার হাওর সাময়িক বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পাহাড় থেকে নেমে আসা উজানের ঢলের কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা চালানো নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির ফলে তাহিরপুর উপজেলার সব নদ-নদী এবং হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া নদী ও হাওর অত্যন্ত উত্তাল রয়েছে এবং অস্বাভাবিক বজ্রাঘাত ঘটছে। এ অবস্থায় নদী ও হাওরে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী সব নৌযানের চলাচল বন্ধ ঘোষণা করা হলো।