মৌলভীবাজারে ১১ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত

চলমান বন্যায় মৌলভীবাজার জেলার সাত উপজেলায় ১১ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৭৮ হেক্টর জমির অন্যান্য ফসল। এখনও নামছে না বন্যার পানি। বন্যার পানিতে প্লাবিত রয়েছে জেলার সদর উপজেলা, জুড়ি, বড়লেখা ও কুলাউড়া।

মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শামছুদ্দিন বলেন, ‘আউশের পাশাপাশি শাকসবজিসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এখন রোপা আমনের বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পানি দ্রুত না নামলে বীজতলা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মাঠ কর্মকর্তারা মাঠে কাজ করছেন। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।’