বাংলাদেশির ভোটার আইডি কার্ডে জন্মস্থান ভেনেজুয়েলা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে দিয়ে আরও বড় বিপত্তিতে পড়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পৌর শহরের শিউলি বেগম। তার সংশোধিত এনআইডিতে সব তথ্য ঠিক থাকলেও জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে হয়ে গেছে ভেনেজুয়েলা।

শিউলি বেগম বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলাম। সংশোধনের মেসেজ পেয়ে ২৯ জুলাই (শুক্রবার) এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি। এখন কী করবো বুঝতে পারছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগীর দাবি করেন, দুই মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করেন উপজেলা নির্বাচন অফিসে। এরপর অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে শুক্রবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। তবে কী কারণে তথ্য বিভ্রাট হচ্ছে, আমি নিজেই জানি না।’