ওসমানী মেডিক্যালের ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম, সড়ক অবরোধ

নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। এ সময় ওই দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (১ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন শেষ বর্ষের ইমন আহমদ (২৪) ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ (২২)। এ ঘটনায় রাতেই সড়ক অবরোধ করেছেন মেডিক্যালের শিক্ষার্থীরা। সেই সঙ্গে হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

শিক্ষার্থী ও হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সোমবার রাতে মেডিক্যালের দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে বহিরাগতরা। প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে রাত ১টার দিকে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা ওসমানী হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসককে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছিল বহিরাগত কয়েকজন যুবক। উত্ত্যক্তের প্রতিবাদ করায় মেডিক্যালের শিক্ষার্থী রুদ্র ও নাইমুর রহমানকে কুপিয়ে জখম করেছে বহিরাগতরা। স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা এ হামলায় জড়িত। এ ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ ও হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে ক্লাস বর্জন ও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ঘটনার বিচার না হলে মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামবেন শিক্ষার্থী ও ইন্টার্নরা।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।