‘বাংলাদেশকে বন্যার পূর্বাভাস জানাতে সম্মত হয়েছে ভারত’

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘সিলেটে আকস্মিক বন্যার সৃষ্টি হয় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। সেখানকার বন্যার পূর্বাভাস ও ড্যামগুলো উন্মুক্ত করার আগে বাংলাদেশকে জানানোর বিষয়ে ভারতকে প্রস্তাব করা হলে তারা নীতিগতভাবে সম্মত হয়েছে।’

শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে আগামী মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। সেই সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের বিষয়গুলো প্রধান্য পাবে। সেখানে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিও আলোচনায় আসবে।’

মোমেন বলেন, ‘দুই দেশের সবকটি নৌপথ আগের মতো সচল করতে চাই; বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে। ১০-১২ বছর বিরতির পর এ মাসের শেষের দিকে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে ছয়টি নদীর বিষয়ে সিদ্ধান্ত হবে।’