‘বিএনপি সহিংসতা করলে শক্তি দিয়ে প্রতিহত করবো’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‌‘বিএনপি জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাই তারা সহিংসতার পথ বেচে নিয়েছে। জনসম্পৃক্ততা হারিয়ে বিদেশিদের কাছে ধরনা দিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি-জামায়াত।’

তিনি বলেন, ‘বিভাগীয় সমাবেশের নামে বিএনপি দেশে সহিংসতার চেষ্টা এবং জানমালের ক্ষতিসাধন করলে তাদের শক্তি দিয়ে প্রতিহত করবো আমরা। এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘২০১৪ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে জানমালের ক্ষতি করেছে। পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছে। এখন আবারও ষড়যন্ত্র শুরু করেছে। কাজেই তাদের প্রতিহত করতে হবে।’

জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আবু জাহির।  

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহনওয়াজ মিলাদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।