অস্ত্রসহ ভারতীয় ৪ নাগরিক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাঘাছড়া চা-বাগান এলাকা থেকে বন্দুকধারী ভারতীয় চার নাগরিককে ধরে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা। পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবর দিলে  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল আটকদের তাদের হেফাজতে নেয়। এ সময় ভারতীয় নাগরিকদের থেকে ছয়টি একনলা বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে তাদের আটক করা হয়। আটক ভারতীয় চার নাগরিক ত্রিপুরার বাসিন্দা।আটকদের মদ্যে রয়েছেন সতীন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্রাট রিয়াং (২১) ও সুমিরন রিয়াং (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান। তিনি বলেন, ভারতীয় চার নাগরিক অনুপ্রবেশ করে কমলগঞ্জ সীমান্ত দিয়ে। পুলিশকে তারা জানায় বন্য শুকর ধরার জন্য তারা চা বাগান এলাকায় প্রবেশ করেছিল। স্থানীয় জনতা তাদের অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ বিজিবির কাছে তাদের হস্তান্তর করে। এ ঘটনায় থানায় কোনও মামলায় হয়নি। রাত সাড়ে ৮টার দিকে তিনি জানান, আটকরা বর্তমানে বিজিবির কাছে রয়েছে।