কেন্দ্রীয় নেতা ও এমপিদের ইটপাটকেল মারলেন আ.লীগ নেতাকর্মীরা

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আধিপত্য নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সম্মেলন উদ্বোধনের পর পর বিবদমান দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

জানা গেছে, সম্মেলন শুরুর পরই বিবদমান দুটি গ্রুপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সমর্থকরা মঞ্চে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তিন জন সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ চেয়ার মাথায় দিয়ে আত্মরক্ষা করেন।

আধাঘণ্টা ধরে ইটপাটকেল নিক্ষেপের ফলে মঞ্চ ও সভাস্থলে ভীতিকর অবস্থা বিরাজ করে। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আবার সম্মেলন শুরু হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমান সংঘর্ষ থামার পর উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়কে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কার্যনির্বাহী সংসদ সদস্য ড. আজিজুস সামাদ ডন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ জেলা ও উপজেলার অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত আওয়ামী লীগের এই উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নিজেদের শক্তির জানান দিতে ব্যাপক লোক জমায়েত করার চেষ্টা করেন। তারা দুজনই উপজেলা আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদকের পদের জন্য লড়ছেন।