সুনামগঞ্জে চলছে বাস ধর্মঘট, ভোগান্তি

সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সব ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে জেলা শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কার্যত অচল হয়েছে পড়েছে পুরো জেলার যোগাযোগ ব্যবস্থা।

কর্মবিরতির ফলে সুনামগঞ্জ, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, গাজীপুর, সিলেট, ছাতক, জগন্নাথপুর ও দিরাইসহ ১০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বোরহান উদ্দিন বলেন, ‘পরিবহন শ্রমিক ইউনিয়নের দাবি মেনে নিলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে, নয়তো কর্মবিরতি চলবে।’’

এদিকে বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশায় জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন।