বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধর, নিহত ১

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিলের সমর্থকদের মারধরে আব্দুস শহিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে । 

হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের স্বজনরা জানান, রাতে ক্রো‌য়েশিয়ার কাছে ব্রা‌জিল হে‌রে যাওয়া নিয়ে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মোবাশ্বির এবং আর্জেন্টিনা সমর্থক আব্দুস শহিদের ছেলে রোকন মিয়ার বাগবিতণ্ডা হয়। এ নিয়ে দুই প‌ক্ষের অভিভাবকরা ঝগড়ায় জ‌ড়ি‌য়ে প‌ড়েন। পরে রাতে দুই পক্ষ বাড়ি ফিরে যায়। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস শহিদ হাওর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের টেনু মিয়ার পক্ষের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক তাকে মারধর করেন। খবর পেয়ে তার স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’