মসজিদ কমিটি নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ছাতকে মসজিদ কমিটি নিয়ে বিরোধে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে লায়েক মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গণেশপুর খেয়াঘাটে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

নিহত লায়েক শহরের মন্ডলীভোগ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। 

ছাতক থানার ওসি খাঁন মোহাম্মদ মাইনুল জাকির জানান, মন্ডলীভোগ লাল মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার লায়েক মিয়া ও এরশাদ আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এসব বিষয় নিয়ে সোমবার লায়েকের পক্ষের কাজল মিয়া ও এরশাদ আলীর নাতি শিবলু আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিবলুকে কাজল থাপ্পড় মারেন বলে অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে দুদিন ধরে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় গণেশপুর খেয়াঘাটে লায়েককে ছুরিকাঘাত করেন শিবলু ও তার সহযোগীরা। তাকে ছাতক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, লায়েকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে তার স্বজনরা এরশাদ ও তার পক্ষের নাজিমের বাড়িতে ভাংচুর করে। তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ওসি খাঁন মোহাম্মদ মাইনুল জাকির বলেন, মসজিদ কমিটির দ্বন্দ্ব নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। পুলিশ ছাতক বাজার থেকে এরশাদ ও তাজউদ্দিন নামের দুজনকে আটক করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।