সুনামগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধর্ষণের মামলায় খলিল আহমদকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুরে খলিলের বাড়িতে পাওনা টাকা আদায়ের জন্য যান ভিকটিম। এ সময় খলিল ভিকটিমকে বাড়িতে এগিয়ে দেওয়ার কথা বলে পিছু নেন। রাতে ভিকটিমকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি পরিবারকে জানালে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন অভিযুক্ত খলিল। ইতোমধ্যে ভিকটিম গর্ভবতী হয়ে পড়েন। এক ছেলের জন্ম দেন তিনি। ঘটনাটি আপসে ব্যর্থ হলে ভিকটিম আদলতে মামলা করেন। ভিকটিমের জন্ম নেওয়া শিশু ও খলিলের ডিএনএ পরীক্ষা করা হয়। এতে প্রমাণ হয় খলিল তার বাবা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আসামি খলিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নান্টু রায় জানান, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী খোরশেদ আলম জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।