ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। শুক্রবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটলে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, বিকাল সাড়ে ৫টার দিকে বহিরাগত ৫/৬ জনের একদল যুবক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশে বাধা দেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। তখন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কারণ জানতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়ান বহিরাগতরা। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আখালিয়া এলাকার মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (উত্তর) শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদিপ দাস বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেটের জালালাবাদ থানার ওসি সাইফুল আলম বলেন, স্থানীয় কয়েকজন যুবক ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।