সরকারি সড়ক দখল নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজারের জনসাধারণের চলাচলের সড়ক দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষে হাবিবুর রহমান (৫০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য টেটাবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুরে উপজেলার সাতপাড়া বাজারে মুজিবুর রহমান ও ইউসুফ মিয়ার লোকজন সাতপাড়া বাজারের সরকারি সড়ক দখল করাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে। এ সময় টেটাবিদ্ধ হন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান। তাকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান।  

সুনামগঞ্জ অতিরিক্ত পু‌লিশ সুপার আবু সাঈদ বলেন, একজন মারা গেছেন। দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন পুলিশ সদস্যরা আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে আরও পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।