১২ ঘণ্টা পর সিলেট-আখাউড়া ট্রেন চলাচল শুরু

ক্ষতিগ্রস্ত রেলসেতু মেরামত করা হচ্ছেসিলেট-আখাউড়া রেল-সেকশনের ভাড়াউড়া চা বাগান এলাকায় রেল লাইনের নিচের মাটি সরে যাওয়ায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ১২ ঘণ্টা রেল সংযোগ বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নম্বর সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে পড়ে। এ কারণে ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়ে। ফলে সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে আটকা পড়ে। যথাসময়ে মেরামতের কাজ শুরু হওয়ায় বিকালে সাড়ে  ৫টায় সারাদেশের সঙ্গে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।
স্টেশনের প্রকৌশলী পীযূষ কান্তি দে বলেন, ‘বুধবার রাতে ভারি বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে মাটি সরে গিয়ে প্রায় ২০ ফিট উচ্চতার গার্ডার ১৪ ফিটে নেমে এসেছে যার মেরামত কাজ সম্পন্ন হয়েছে।
/জেবি/এইচকে/