সরকারের সঙ্গে দেশের মানুষের চিন্তার মিল আছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘দেশের মানুষ উন্নয়ন চায়। তাদের সঙ্গে কাজ করলে, কথা বললে পরিষ্কার বোঝা যায়। এ দেশের প্রধান সমস্যা দরিদ্রতা, যোগাযোগ বিছিন্নতা। আমাদের সরকার, আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। সরকারের সঙ্গে এই দেশের মানুষের চিন্তার মিল আছে। এইজন্য আমরা সাহস পাই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

রবিবার (৫ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায় তিনটি আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মদনপুরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের নিজস্ব ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘কিছু কিছু দল ও নেতা আছেন। যারা রাজনৈতিক দলের পরিচয়ে দলীয় সংকীর্ণ স্বার্থে দেশের মানুষের ওপর অহেতুক হরতাল ও অবরোধের নামে আঘাত করছেন। তারা আমাদের সরকারের উন্নয়নের এই অগ্রযাত্রাকে বাধা দিতে পারবে না।’ দেশের মানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা আরও বেশি উন্নয়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপি জামায়াত ১৪ ও ১৮ সালের মতো ক্ষমতায় আসার জন্য দেশে পুনরায় আগুনসন্ত্রাসের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘গত ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগ করে। একজন দায়িত্বপালনরত পুলিশ সদস্যকে বিএনপির সন্ত্রাসীরা যেভাবে পিটিয়ে হত্যা করেছে এবং ২০-৩০ জন গণমাধ্যমকর্মীকেও পিটিয়ে গুরুতর আহত করেছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

এম এ মান্নান বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত এই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। সরকারের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে চতুর্থবারের মতো তাকে প্রধানমন্ত্রী করা হলে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।’

উপস্থিত বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আগামী দিনে জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশকে নেতৃত্বে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরাঞ্চল হিসেবে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং উপকূলীয় এলাকার মানুষদের বিবিধ সমস্যাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন করে যাচ্ছেন।’

বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিটাকের (কারিগরি প্রশিক্ষণকেন্দ্র) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আবু নাঈম শেখ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ, পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।