বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীতে এক শিক্ষকের বাড়িতে বিষধর শঙ্খিনী সাপ পাওয়া গেছে। পরে খবর পেয়ে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

ওই শিক্ষকের নাম কল্যাণ দেব। তিনি স্থানীয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের ইছবপুর গ্রামের এক বাড়িতে একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষক কল্যাণ দেবের স্ত্রী ঘুমাতে বিছানায় যাওয়ার আগে সাপটি দেখতে পেয়ে চিৎকার দেন। পরে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

শিক্ষক কল্যাণ দেব জানান, সাপটি দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তাৎক্ষণিক বিষয়টি জানিয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

সেবা ফাউন্ডেশনের সজল দেব জানান, সাপটি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। ২/১ দিনের মধ্যে সাপটিকে বন বিভাগের মাধ্যমে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।