সিলেট রেলস্টেশনে ট্রেনে আগুন

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি এসি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ের নিরাপত্তাকর্মীরা জানান, ট্রেনের যে বগিতে আগুন লেগেছে, সেটির ভেতরে প্লাস্টিকের দুটি বোতল পাওয়া গেছে। বোতলগুলোতে পেট্রোল ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। 

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগির বেশ কয়েকটি সিট পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। 

তিনি বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের বগিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা ছুটে যাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে মামলা করবে রেলওয়ে। 

খবর পেয়ে রাত ১১টায় সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ। তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।