আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা (আংশিক) প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এর মধ্যে সিলেটের ছয় আসনেই প্রার্থী দিয়েছে দলটি। শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
সিলেট থেকে মনোনীত প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনে শামীম আখতার, সিলেট-৩ আব্দুল হাসিব চৌধুরী, সিলেট-৪ নাজমুল ইসলাম ও সিলেট-২, ৫ ও ৬ আসনে লোকমান আহমেদ।
তালিকায় দেখা গেছে লোকমান আহমেদ একাই তিন আসনে লড়বেন। তিনি জাসদ সিলেট জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে লোকমান আহমদ বলেন, দীর্ঘদিন ধরে জাসদের রাজনীতি করে আসছি। অতীতেও দল আমাকে মূল্যায়ন করেছে। এবারও দল আমাকে সংসদ নির্বাচন করার জন্য তিনটি আসনের জন্য মনোনীত করেছে।