সুনামগঞ্জ-৪ আসনে আ.লীগ প্রার্থীকে শোকজ 

সুনামগঞ্জ শহরে বুধবার দুপুরে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করায় এবারের নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিককে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। শনিবার (২ ডিসেম্বর) এ তাকে কারণ দর্শানোর চিঠিটি দেন জেলা যুগ্ম ও দায়রা জজ কাঁকন দে।

চিঠিতে উল্লেখ করা হয়, মোহাম্মদ সাদিক বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল শোডাউন করে সমাবেশে মিলিত হন। এতে জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এতে মোহাম্মদ সাদিক আচরণবিধি লঙ্ঘন করেছেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যেন না হয় যে জন্য কার্যকর পদক্ষেপ নিতে তাকে অনুরোধ করে অনুসন্ধান কমিটি। একইসঙ্গে আগামী ৪ ডিসেম্বর সোমবার প্রার্থী নিজে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে মোহাম্মদ সাদিক বলেন, আচরণবিধি সব প্রার্থীকে মেনে চলা উচিত। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আমি আমার কর্মী-সমর্থকদের আচরণ বিধি মেনে চলার জন্য বলে দিয়েছি। কমিশন যেভাবে নির্দেশনা দেবে সেভাবে কাজ করা উচিত।

তিনি আরও জানান, মনোনয়ন পাওয়ার পর তিনি প্রথম সুনামগঞ্জে আসেন। এ সময় তাকে বরণ করতে শহরে কিছু কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন। এভাবে জড়ো হওয়া সমীচীন হয়নি। শোকজের জবাব দেবেন।