‘পররাষ্ট্রমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করা উচিত না, তাই সরে দাঁড়িয়েছি’

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ‘সৌজন্যে’ নির্বাচন করছেন না একই আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দলের জেলা আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম নিজেই। এদিন বিকালে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয়রা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি। নির্বাচন বর্জন করায় এবার ভোটে লড়া অনিশ্চিত বিএনপির। এতে করে ভোটের মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ জাতীয় পার্টি। ইতোমধ্যে দুই দলই তাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থী ঘোষণা করেছে। ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় পার্টির মনোনয়ন পান নজরুল ইসলাম বাবুল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হওয়ার কথা ১৮ ডিসেম্বর। তার আগেই পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির এই প্রার্থী। 

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী একটি অভিজাত পরিবারের সন্তান। সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সিলেটের উন্নয়নে অনেক কিছু করেছেন। তার পথ ধরে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অনেক অবদান রেখে চলেছেন। এ অবস্থায় সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাকে উচিত মনে করি না। তাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এতে যদি দল আমাকে বহিষ্কার করে তবু কিছু যায় আসে না। কারণ আমি পদের লোভে রাজনীতি করি না।’