মৌলভীবাজারের সব আসনে নৌকা জয়ী, টানা সপ্তমবার এমপি হলেন আব্দুস শহীদ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হলেন মো. আব্দুস শহীদ। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা সপ্তমবারের মতো বিজয়ী হলেন তিনি। 

রবিবার (০৭ জানুয়ারি) রাত ৮টার দিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঊর্মি বিনতে সালাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। আব্দুস শহীদ দুই লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টে প্রার্থী আব্দুল মুহিত হাসানী মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৯০। আরেক প্রার্থী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেন মিনার প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৬৮ ভোট।

এছাড়া জেলার বাকি তিনটি আসনেও নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। মৌলভীবাজার-১ আসনে মো. শাহাব উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৯৮ ভোট।

মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল নৌকা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একে এম সফি আহমদ সলমান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট।

মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মদ জিল্লুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলতাফুর রহমান পেয়েছেন দুই হাজার ৬৯৮ ভোট।