নিখোঁজের সাত দিন পর শিশুর মাটিচাপা লাশ উদ্ধার

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২ নম্বর হবিবপুর ইউনিয়নের অন্তর্গত আছানপুর গ্রামের নিখোঁজ হওয়া প্রলয় দাস পার্থর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৭ দিন পর তার লাশ গ্রামের পার্শ্ববর্তী চামটি নদীর পাড়ে বেড়িবাঁধের পাশে একটি ড্রেনের মাটির স্তূপের নিচে চাপাপড়া অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, নালাটিতে মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়েছে। গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় চামটি নদীর পাড় থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে তার চাচা শাল্লা থানায় সাধারণ ডায়েরি করেন।

জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি বিকাল ৫টার দিকে ওই নালাতে স্থানীয়রা শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় প্রলয় দাস পার্থের লাশ উদ্ধার করে। পরে পার্থের স্বজনরা লাশ শনাক্ত করেন।

সহকারী পুলিশ সুপার এএসপি (দিরাই সার্কেল) শহীদুল হক মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুলিশ ও এলাকাবাসীর প্রাথমিক ধারণা, নালার পাশের মাটি ধসে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত পুলিশের কাছে বা নিহতের পরিবারের কাছে মৃত্যু নিয়ে কোনও ধরনের সন্দেহ নেই। এটা আইনি নিয়ম। তাই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য ময়নাতদন্ত করা হচ্ছে। নিহত প্রলয় দাস আছানপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই মো. আব্দুল জলিল জানান, নিহত প্রলয় দাসের  লাশটি প্রায় দেড় ফুট মাটির নিচ থেকে খুঁড়ে তোলা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি পানির নালার মাটির নিচে চাপা পড়ে মারা যায়।