বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেলো ৬ জনের

সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

সোমবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে একজন ছাড়া বাকিরা একে অপরের আত্মীয়। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের দিকে আসা একটি গরু বোঝাই পিকআপ ট্রাকের সঙ্গে জাফলংমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ চার জন নিহত হন। পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাত জন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), সন্তোষ পাত্রের পুত্রবধূ সুচিতা পাত্র (৩০),  সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩২), সুবেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৬) ও নিপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)।

এসব তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন,  জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। আহতদের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপ-লেগুনা পুলিশের হেফাজতে রয়েছে। তবে পিকআপ চালক পলাতক।

তিনি জানান, হতাহতরা সবাই মঙ্গোলী পাত্রের মেয়ের বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা পাঁচটি লেগুনা ভাড়া করে উপজেলার মোকামপুঞ্জির পথে ছিলেন।