হাতকড়াসহ আদালতের চারতলা থেকে লাফ দিলেন আসামি

হাতকড়া পরা অবস্থায় সিলেটের চিফ জুডিশিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে শা‌কিল আহমদ (২৯) নামের এক আসামি আত্মহত্যার চেষ্টা চালান। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ক‌্যাজুয়া‌লি‌টি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার এক‌টি পায়ের হাড় ভেঙে গেছে বলে হাসপাতাল সূত্র জানায়।

সোমবার (১৮ মার্চ) দুপুরের দিকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের চতুর্থ তলা থেকে লাফ দেন ওই যুবক। তিনি সিলেটের জ‌কিগঞ্জ উপজেলার আটগ্রামের আবদুর রউফের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে শা‌কিল আহমদকে সিলেটের চিফ জু‌ডিশিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার জন্য ভবনের চতুর্থ তলায় নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় চতুর্থ তলায় আদালতের কক্ষে পৌঁছানের কিছু আগেই পুলিশের হাত থেকে কৌশলে ছুটে যান শা‌কিল। এ সময় তার হাতে হাতকড়া লাগানো ছিল। পুলিশের হাত থেকে ছুটে যাওয়ার পর চতুর্থ তলার রেলিং থেকে নিচের দিকে লাফ দেন। এ সময় চতুর্থ তলা ভবনের দ্বিতীয় তলার বর্ধিত অংশে পড়ে যান শা‌কিল আহমদ।

আদালত সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে নিজ এলাকায় একজনকে কুপিয়ে আহত করেছিলেন শা‌কিল। ওই ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। 

সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক (নাম প্রকাশ করতে অনিচ্ছুক) বলেন, আহত ব্যক্তিকে প্রায় ছয় মাস আগে গ্রেফতার করার পর কারাগারে ছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।

তিনি বলেন, আদালতে নেওয়ার সময় হঠাৎই হাতকড়া প‌রি‌হিত অবস্থায় ছুটে গিয়েছিল ওই আসামি। এ সময় আদালতে ভিড় ছিল। পরে চারতলা ভবনের রেলিং থেকে লাফ দিয়ে দ্বিতীয় তলায় পড়েন। এতে আহত হয়ে তিনি আর পালাতে পারেননি।