সিলেটে পুলিশ কনস্টেবল পদে ৮৬ জনের চাকরি

সিলেটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৮৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৭টায় কনস্টেবল নিয়োগের ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

জানা যায়, ২১৭৬ জন চাকরিপ্রার্থীদের ৩ ধাপে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও সহ্যশক্তির পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১৬ মার্চ ৬২৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় ১৬১ জন উত্তীর্ণ হন। তারা শনিবার (২৩ মার্চ) সকালে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষা শেষে ১৩ জন নারী ও ৭৩ জন পুরুষসহ ৮৬ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার। তিনি জানান, ১৩ জন নারী ও ৭৩ জন পুরুষকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাদের অনেকের বাবা নেই, অনেকের পরিবারে প্রথম সরকারি চাকরি এবং অনেকেই প্রান্তিক পরিবারের সদস্য।