প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, নারী শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লেগেছে। এ সময় নাজমা বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক-কর্মচারী।

বুধবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, আগুন লাগার পর ওই ভবনের ছাদ থেকে পড়ে নারী শ্রমিক নাজমা বেগমের মৃত্যু হয়েছে। আগুন দেখে হুড়োহুড়ি করে নামার সময় আরও ২০ শ্রমিক আহত হয়েছেন। ঈদের ছুটির কারণে কারখানায় বেশি শ্রমিক ছিলেন না। অনেকে ভেতরে আটকা পড়ে আহত হয়েছেন।

ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন। জেলা প্রশাসক বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানার দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জেনেছি, এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। তবে আগুন লাগার কারণ জানতে পারিনি।’