সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার বিক্ষোভে হামলার ঘটনায় করা মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল, সে ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এম এ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে পুলিশের হেফাজতে রাখা রাখা হবে। পরে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।’

পুলিশ জানায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা, গুলিবর্ষণের ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশসহ ৯৯ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। ২ সেপ্টেম্বর দুপুরে সুনামগঞ্জ আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতে মামলাটি দায়ের করেন আন্দোলনে গুলিবিদ্ধ জহুর আহমদের ভাই হাফিজ আহমদ। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে। ওই মামলায় এম এ মান্নানকে গ্রেফতার দেখানো হয়েছে।