সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভববমি এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় আব্দুল কদ্দুছ (৫০) নামের এক ডাকাতকে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর এলাকায় কদ্দুছের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি হায়দরপুর গ্রামের আজিজুল্লাহর ছেলে।
ছাতক সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ বলেন, আসামি আব্দুল কদ্দুছ ২৩ জানুয়ারি গভীর রাতে পাগলা জগন্নাথপুর আউশাকান্দি সড়কের ভববমি এলাকায় ট্রাক্টর থামিয়ে ও গাছের টুকরো ফেলে রেখে সড়ক যোগাযোগ বন্ধ করে দুটো বাসে ডাকাতি করে। পরে এলাকাবাসী গিয়ে ডাকাত দলকে ধাওয়া করলে পালিয়ে যায়।