তাবলিগে এসে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়ার সময় ২ মুসল্লি নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় দুই অটোরিকশা আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকালে মহসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মারুফ (৩৮)।

এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা কিছু দিন আগে উপজেলার চলিতাতলা জামে মসজিদে তাবলিগে আসেন। বুধবার সকালে মসজিদ পরিবর্তনের জন্য অটোরিকশাযোগে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার পথে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৯৪১৮) অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল ওয়াহিদ ও মারুফ মারা যান।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি জাহিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।