চা বাগানে নারীদের ওয়াশরুমের ব্যবস্থা করা হবে: এম সাখাওয়াত

শিগগিরই চা বাগানগুলোতে নারীদের ওয়াশরুমের ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি ‍উচ্চারণ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘চা বাগানগুলোতে নারী চা শ্রমিকদের জন্য ওয়াশরুম না থাকা এরচেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না।’

শনিবার (১৭ মে) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় শ্রম দফতর শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘চা বাগান মালিক শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রেখে বিদেশ গিয়ে আনন্দে উৎসবে জীবন কাটাবে তা হতে দেওয়া হবে না। তাকে খুঁজে বের করে নিয়ে আসবো।’

সভার শুরুতে চা শ্রমিক নেতারা তাদের বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ নানা বৈষম্যমূলক বিষয় তুলে ধরে তা সমাধানের জন্য দাবি জানান।

ড. সাখাওয়াত হোসেন চা শ্রমিকদের এসব দাবিকে ন্যায্য অধিকার জানিয়ে বলেন, ‘অনেককিছু আমাদের মন্ত্রণালয়ের আওতায় নেই। তবু চেষ্টা করবো সব সমস্যার সমাধান করার।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদফতর মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ প্রমুখ। এছাড়া দাবি-দাওয়া নিয়ে চা শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালেন্দী, সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা প্রমুখ।