১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল ‍শুরু

মৌলভীবাজারমৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট রেল লাইনে লাউয়াছড়া এলাকায় ঘূর্ণিঝড়ে রেললাইনের উপর গাছ পড়ায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন বিভাগের কর্মীদের সহায়তায় রেললাইন থেকে গাছগুলো সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিভিন্ন রুটের ট্রেনগুলো ইতোমধ্যে যাত্রা শুরু করেছে বলে তিনি জানান। 
এর আগে বুধবার রাতে ঝড়ে লাউয়াছড়া বনের ভেতরের রেললাইনে ‘অর্ধশতাধিক’ গাছ উপড়ে পড়ে। রাত ১২টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে লাউয়াছড়া বনে আটকা পড়ে ঢাকাগামী উপবন ট্রেন, শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে সিলেট অভিমুখে উদয়ন ট্রেন।
/এআর/