মনে গেঁথে আছে বলেই সুন্দরবন নিয়ে লেখা: অমিতাভ ঘোষ

ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ বলেছেন, আমি অনেকটা সময় সুন্দরবনে কাটিয়েছি। আমি খেয়াল করেছি—মার্কিনিরা ভূমি নিয়ে অনেক লেখালেখি করেন। সুন্দরবন আমার মনে এমনভাবে গেঁথে আছে, যে আমি প্রতিনিয়ত লিখে গেছি। 

শনিবার (৭ জানুয়ারি) ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘কেন্দ্রবিহীন এক বিশ্ব’নামে সেশনে তিনি এসব কথা বলেন। সহাবস্থান বিষয়ে এক দর্শকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সেশনটি সঞ্চালনা করেন ভারতীয় সাংবাদিক, সাহিত্য সমালোচক, সম্পাদক এবং লেখক নীলাঞ্জনা এস রায়। এসময় আরও উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী সাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহ, ভারতীয় প্রবন্ধকার পঙ্কজ মিশ্র।320619101_1320977678741599_3541648675981307361_n

অমিতাভ ঘোষ বলেন, আপনি যদি প্রথম অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের কোনও গ্রামে থেকে থাকেন তাহলে সেই যুদ্ধ আপনাকে নাড়া দিবে না। আজকের ক্রাইসিসের মধ্যে যেটা দেখি তা হচ্ছে শুধু ধ্বংসাত্মক রাজনীতি নয়। যেমন বরিশালের ক্রাইসিস হচ্ছে সেখানের ভূমি হারিয়ে যাচ্ছে। আরও ক্রাইসিস আছে যেগুলা উপেক্ষা করা হচ্ছে। যেমন- ইতালিতে বয়স্ক মানুষদের জন্য অনেক কেয়ারগিভার দরকার। সেখানে অনেক বাংলাদেশি আছে, যারা মূলত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেদেশে প্রবেশ করছে। সাহারার মরুভূমিতে থাকছে, জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। আমি একটি ইতালীয় এক নাগরিককে বলেছিলাম, যদি এডভেঞ্চার কী জিনিস জানতে চাও তোমার কেয়ারগিভারকে জিজ্ঞেস করো। অবিশ্বাস্য একটা বিষয় এবং তাদের সবাই একদম তরুণ অভিবাসী।

তিনি বলেন, মার্কিনিরা আগে ইতিহাস, রাজনীতি নিয়ে লেখালেখি বেশি করতো। সেটি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। গত কয়েকবছর ধরে দেখছি মার্কিনিরা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা তার শাসনামল নিয়ে লিখছে।