‘আমরা আগুনে পুড়লে সেটা থেকে বের হই না’

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাধারণ নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্র এমনকি প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশীর সহিংসতা চলে আসছে যুগের পর যুগ ধরেই। এতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। কারণ সহিংসতা আরও সহিংসতার জন্ম দেয় এবং এই চক্র থেকে বেরিয়ে আসাটা রীতিমতো অসম্ভব হয়ে পড়ে। লিট ফেস্টের তৃতীয় দিন (৭ জানুয়ারি) সন্ধ্যার সেশনে ‘সেটেলিং স্কোরস’ শিরোনামের আলোচনা সভায় আলোচকরা এই বিষয়ে আলোচনা করেন। মহুয়া মৈত্রর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লেখক ইফফাত নওয়াজ, শ্রীলঙ্কান লেখক শেহান কারুনাতিলাকা, ব্রিটিশ লেখক এলিজাবেথ সিক ও ভারতীয় লেখক ভিভেক মেনেজেস।

ইফফাত নওয়াজ বলেন, ‘ছোট থেকে আমাদের হিরোদের গল্প শোনানো হয়। ফলে আমাদের মধ্যে নিজেেদের প্রমাণ করার একটা প্রবণতা আছে। আমরা আগুনে পুড়লে সেটা থেকে বের হই না, পুড়তে থাকি। পরবর্তী অভিজ্ঞতা হিসেবে সেটা বহন করতে থাকি। শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল সব দেশে একই প্রবণতা দেখবেন।’

ভিভেক মেনজেস বলেন, ‘আমি ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়ার। পরিবেশের কারণে গোয়ার নিজের সংস্কৃতি আছে, সেটার ওপর বিভিন্ন চাপও আছে। আছে সরকারের চাপ।'

লেখক শেহান কারুনাতিলাকা বলেন, ‘এখন কলোনিয়াল প্রভাব আমাদের উপনিবেশে রয়ে গেছে। এটা ভয়াবহ। ব্যাপারটা এমন যে, আমি যেটা করছি সেটাই ঠিক। আগের সরকার সব ভুল করেছে। সময়টা চলে গেছে, তবে প্রভাবটা রয়ে গেছে।’