পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠিয়ে নেওয়া প্রসঙ্গে

‘ভিনগ্রহে থাকি না, সুবিধা-অসুবিধা আমিও বুঝি’

গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমানপ্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা এবছর হলে ক্ষতির কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমি তো ভিনগ্রহে থাকি না। কোনটা সুবিধা আর কোনটা অসুবিধা তা আমিও বুঝি। প্রাথমিক সমাপনী একটি মূল্যায়ন পরীক্ষা। অন্য শ্রেণির শিক্ষার্থীরা যেভাবে বার্ষিক পরীক্ষা দেয় সেভাবেই এ পরীক্ষাটি দেবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং বাস্তবতা শীর্ষক’ সেমিনার শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, যেহেতু অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের স্তর করা হয়েছে সেহেতু প্রাথমিকের সমাপনী পরীক্ষা অষ্টম শ্রেণিতেই হবে। তাই পঞ্চম শ্রেণি থেকে পিইসি পরীক্ষা বাতিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সারসংক্ষেপ আমরা মন্ত্রিপরিষদে পাঠাবো।
মন্ত্রী আরও বলেন, পিইসি পরীক্ষার প্রচলন মন্ত্রিপরিষদ থেকে করা হয়েছিল এবং এটা বাতিল বা অন্য যা কিছু সব ক্ষমতা তাদের হাতেই। মন্ত্রিপরিষদ থেকেই এর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে আমরা চাচ্ছি এবছর থেকেই পিইসি বন্ধ করা হোক।
উল্লেখ্য, ২০০৯ সালে পিইসি পরীক্ষা চালুর পর থেকেই তা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষা সমালোচকরা এবং অভিভাবক ঐক্য ফোরাম। গত ১৮ মে মন্ত্রিসভার এক বৈঠক থেকে আগামী বছর থেকে পিইসি বন্ধ করার কথা জানানো হয়। কিন্তু অভিভাবকেরা চলতি বছর থেকেই এ পরীক্ষা বাতিলের দাবিতে মাঠে নেমেছেন।

আরও পড়ুন:

আশরাফের মুখ ‘বন্ধ’ করুন: প্রধানমন্ত্রীকে জাসদ



গণবাহিনী আ.লীগের নেতা-কর্মীদের হত্যা না করলে দেশে দুর্দিন আসতো না: ফিরোজ রশীদ

/আরএআর/এমও/