জাবিতে এক শিক্ষার্থীকে কর্মচারীর মারধর!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠেছে একই বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে। তবে ওই কর্মচারী মারধরের অভিযোগ অস্বীকার করে কথা কাটাকাটি হয়েছে বলে জানিয়েছেন।
মারধরের শিকার মো. রাজিবুল হক বিভাগের তৃতীয় বর্ষের (৪৩তম আবর্তন) শিক্ষার্থী।
রাজিবুল অভিযোগ করেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি বিভাগের অফিসের সামনের পানি পান করতে যান।পানি পান শেষে একটি প্লাস্টিকের বোতল অফিস কক্ষের পাশে ফাকা জায়াগায় রাখেন। বোতল রেখে চলে যাওয়ার সময় বিভাগের কর্মচারী মাজেদুল ইসলাম তাকে ‘তুই’ সম্বোধন করে দাঁড়াতে বলেন। এরপর রাজিবুলের শার্টের কলার ধরে মারধর করে মাজেদুল।

রাজিবুল  বলেন, ‘আমার এক বান্ধবী পানি খাবে ভেবে আমি বোতলটি ওখানে রেখে গিয়েছিলাম।বিনা কারণে তিনি আমাকে মারধর করেছেন।’

এ ঘটনা রবিচার চেয়ে বিভাগে লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি।

জানতে চাইলে মাজেদুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী (রাজিবুল) একটি খালি বোতল আমার হাতে দেয়। এতে আমি ক্ষুব্ধ  হয়ে আমি তাকে ধমক দেই। কিন্তু মারধর করিনি।

এ প্রসঙ্গে মার্কেটিং বিভাগের সভাপতি ফারহানা সেহরীন বলেন, এ বিষয়ে এখনও কিছু শুনিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এর আগেও বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ রয়েছে মাজেদুলের বিরুদ্ধে।

/এআর/