৩৭তম বিসিএস: এক আসনের জন্য লড়বেন ১৯৯ জন

.৩৭তম বিসিএসে প্রতি আসনের বিপরীতে এবার রেকর্ড সংখ্যক প্রতিযোগী আবেদন করেছেন। এবার বিসিএস পরীক্ষায় ১ হাজার ২২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী। অতএব প্রতি আসনের জন্য লড়বেন ১৯৯ জন। যা পূর্বের পরীক্ষাগুলোর চেয়ে বেশি।
সোমবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। আগামী ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কমিশন সূত্রে জানা গেছে, এর আগে ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০টি পদের বিপরীতে ২ লাখ ২১ হাজার ৩২৬ জন, ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি পদের বিপরীতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন, ৩৪তম বিসিএসে ২ হাজার ৫২টি পদের জন্য ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রিলিমিনারিতে অংশ নেন।
পদ ও আবেদনকারীর সংখ্যানুযায়ী ৩৬তম বিসিএস পরীক্ষায় প্রতি পদের বিপরীতে ৯৭ জন, ৩৫তম প্রিলিমিনারিতে ১৩৫ জন এবং ৩৪তম প্রিলিমিনারিতে ১০৮ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।

এদিকে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩৭ তম বিসিএস প্রলিমিনারি পরীক্ষার কক্ষে কোনও রকম বইপত্র, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ডিভাইস, হাত ঘড়ি, পকেট ঘড়িও সঙ্গে আনা যাবে না। এসকল বস্তু সঙ্গে পেলে আইনানুযায়ী ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৩৭তম বিসিএসের দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা হবে।

/আরএআর/এনএস/