সরকারি হচ্ছে আরও ২৩ কলেজ

শিক্ষা মন্ত্রণালয়দু’দফায় ২৬৩টি কলেজ জাতীয়করণের পর এবার আরও ২৩ কলেজের জাতীয়করণ হচ্ছে। প্রধানমন্ত্রীর সম্মতির পরিপ্রেক্ষিতে গত ৯ অক্টেবর তার একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানের স্বাক্ষর করা সংশ্লিষ্ট তালিকাটি রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কলেজগুলোর তালিকা দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের(মাউশি)সুত্রে জানা গেছে,মাউশিতে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রণালয়। মাউশি এসব কলেজ পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে। এরপরই জাতীয়করণের বিষয়টি বাস্তাবায়ন হবে।

কলেজগুলো হলো ঢাকার নবাবগঞ্জের দোহার নবাবগঞ্জ কলেজ, মানিকগঞ্জের হরিরামপুরের বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়, দৌলতপুরের মতিলাল ডিগ্রি কলেজ,নওগাঁর মান্দা মমিন-শাহানা ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জের কামারখন্দের কাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, বগুড়ার নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ এম এইচ মহাবিদ্যালয়, রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ, দিনাজপুরের ঘোড়াঘাট ডিগ্রি কলেজ, চিরিরবন্দর ডিগ্রি কলেজ, খুলনার তেরখাদার নর্থ খুলনা কলেজ, দিঘলিয়া এম এ মজিদ ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজ ফরিদপুরের সালথা কলেজ, শরীয়তপুরের জাজিরার বি. কে নগর বঙ্গবন্ধু কলেজ, ময়মনসিংহের ফুলবাড়িয়ার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া কলেজ, শেরপুরের ঝিনাইগাতীর আদর্শ মহাবিদ্যালয়, চট্টগ্রামের হাটহাজারি কলেজ, কুমিল্লার হোমনা ডিগ্রি কলেজ, সিলেটের বিশ্বনাথ কলেজ, রাজশাহী তানোরের আব্দুল করিম সরকার কলেজ এবং দুর্গাপুরের দাওকান্দি ডিগ্রি কলেজ।

/আর এআর/ এইচকে/