ভর্তি পরীক্ষায় পরিবর্তন চান অধ্যাপক জাফর ইকবাল





দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন চান কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।SUST Pic




মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে যদি সম্মিলিত ভর্তি পরীক্ষা নেওয়া যায় তাহলে খরচ অনেকটা কম হবে। কিন্তু এটা নেওয়া হচ্ছে না কারণ এখানেও উপার্জনের একটা ব্যবস্থা আছে।’
শাবি শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তিনি বলেন, ‘এর আগে যখন সমন্বিত পরীক্ষা হওয়ার কথা হয়েছিল তখন মূল্য বাড়ানো হয়েছিল। কিন্তু পরে তা আর কমানো হয়নি। এটার পক্ষে আসলে আমার কোনও যৌক্তিকতা নেই। পুরো প্রক্রিয়াটা শিক্ষকদের অর্থ উপার্জনের ব্যবস্থা ছাড়া কিছুই না।’
তিনি ক্ষোপ প্রকাশ করে বলেন, ‘এটি শুধু শাবিপ্রবি নয় বরং বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ সব ঘটছে। কাজেই এ আন্দোলনকে আমি যৌক্তিক মনে করি। আন্দোলন সফল হবে কিনা আমি জানি না। তবে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলে মনে করি।’
তিনি আরও বলেন, ‘এসএমএস পদ্ধতিতে আবেদন শুরু হওয়ার পর আমাদের খরচ অনেক কমেছে। আগে অনেক মানুষ আবেদন করতে কষ্ট পেত। কাজেই এটা আমি কোনওভাবেই মানতে পারব না। কারণ একজনের ১০০০-১২০০ টাকা লাগার কথা নয়।’
উল্লেখ্য, শাবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।

/এআর/