X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা

আসাদ আবেদীন জয়
০৪ মে ২০২৪, ১২:০০আপডেট : ০৪ মে ২০২৪, ১২:০০

প্রায় পুরো এপ্রিল মাস ধরেই সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠেছে প্রকৃতি। মানুষ ও প্রকৃতি দুইই যেন অপেক্ষা করছে বৃষ্টির। এদিকে দীর্ঘদিনের খরা নার্সারি ব্যবসায়ীদের ওপর যেমন প্রভাব ফেলেছে একইসঙ্গে গাছপ্রেমীদের ওপরও। তাই গরমের পর বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছেন নার্সারি ব্যবসায়ী ও গাছপ্রেমীরা।

নার্সারি ব্যবসায়ীরা জানান, গরমের তীব্রতা বৃদ্ধির ফলে গাছের চারা বিক্রি কমে গেছে। আবার বৃষ্টি হলে নতুন করে গাছ লাগানোর জন্য চাহিদা বাড়বে বলে আশা করছেন তারা। অপরদিকে গাছপ্রেমীরাও অপেক্ষায় রয়েছেন বৃষ্টির। বৃষ্টি হলে তারা বাগানে নতুন গাছ লাগাবেন, চলছে তাদের সেই প্রস্তুতিও।

রাজধানীর ইস্কাটন ও দোয়েল চত্বর এলাকার নার্সারিগুলোতে সরেজমিন ঘুরে জানা যায়, নার্সারি ব্যবসায়ী ও গাছপ্রেমীদের বর্তমান পরিস্থিতি।

গরমে গাছের চাহিদা কমেছে, বলছেন নার্সারির কর্মীরা

‘আল্লাহর দান’ নামে এক নার্সারির বিক্রেতা তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের নার্সারিতে প্রায় ৫০ রকমের গাছ আছে। ইনডোর-আউটডোর সব ধরনের গাছ আছে। নার্সারি ব্যবসার সিজন মূলত শীতকালে। ওই সময় প্রচুর ফুল ফোটে। মানুষ ফুল গাছ বেশি কিনে তাই শীতকালে আমাদের বেচাকেনা বেশি থাকে।’

চলমান তাপপ্রবাহে গাছের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা বেচাকেনা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘বেশি গরমে গাছের সমস্যা হয় যদি পর্যাপ্ত পানি না পায়। আমার যেহেতু ব্যবসা তাই নিয়মিত পানি দেই। আমাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেচাকেনা কম, কারণ গরমে মানুষ আসে না। গরম কমলে, বৃষ্টি হলে বেচাকেনা বাড়বে আশা করি।’

 শীতকালে নার্সারির বেচাকেনা বেশি থাকে

আরেক গাছ বিক্রেতা হাবিবুর রহমান বলেন, ‘নার্সারি ব্যবসার সিজন শীতকাল হলেও বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে ভালো সময়। তাই বর্ষাকাল এলে আমাদের বিক্রি কিছুটা বাড়বে।’

সিফাত জিম নার্সারির বিক্রেতা নাদিরা আক্তার বলেন, ‘ইনডোর আউটডোর মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ রকমের গাছ আমার কাছে আছে। তবে এখন ফুল গাছের পরিমাণ কম। পাতাবাহার জাতীয় গাছ বেশি।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে শুধু গাছ না, বিভিন্ন রকমের সার, সার মেশানো মাটি, ফুলের টব, গাছের বিভিন্ন ওষুধও আছে।’

ব্যবসার অবস্থা নিয়ে তিনি বলেন, ‘ব্যবসা আমার ভালোই চলে। তবে গরমের কারণে কিছুটা ভাটা পড়েছে। গরম কমলেই আবার ঠিক হয়ে যাবে।’

গরমের কারণে নার্সারির ব্যবসায় ভাটা পড়েছে

গাছ বিক্রি তেমন না থাকলেও সার, মাটি এগুলো বিক্রি হচ্ছে। আর বিকালে রোদ কমলে কেউ কেউ এসে গাছ কিনে নিয়ে যায়। এমনটা বলছিলেন এক নার্সারির বিক্রেতা মঞ্জু।

গরমে গাছের কিংবা ব্যবসার ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে মঞ্জু বলেন, ‘গাছের কোনও ক্ষতি হয়নি। কারণ নিয়মিত যত্ন নিই। তবে গরমে বেচাকেনা কমে ক্ষতি হয়েছে। বৃষ্টি হলে সেটা কমে আসবে আশা করি।’

 গরমের প্রভাব থেকে মুক্ত রাখতে গাছের বাড়তি যত্ন নিচ্ছেন নার্সারির লোকজন

এ সময় নার্সারিতে গাছ কিনতে এসেছিলেন মাহমুদা আক্তার। তিনি বলেন, ‘ছাদে গাছ লাগানো আমার শখ। আমার ছাদে অনেক রকমের ফুল গাছ আছে। কয়েকটি ফল গাছও আছে। আজ বেলি ফুল আর জিনিয়া ফুল গাছ কিনেছি। আগে বেলি ফুল গাছ ছিল, গরমে মরে গিয়েছে বলে আজ আবার কিনলাম।’

আলতাফ হোসেন নামের এক ক্রেতা এসেছিলেন নার্সারিতে। তিনি কোনও গাছ কিনেননি। তিনি বলেন, ‘আমার বাসার ছাদে গাছ লাগাই। সেগুলোর জন্য সার মিশ্রিত মাটি কিনতে এসেছিলাম। কয়েকদিনের মধ্যে নাকি বৃষ্টি হবে, এখনই নতুন সার মাটি দিয়ে রাখলে গাছগুলো আরও ভালোভাবে বড় হবে।’

/আরআইজে/
সম্পর্কিত
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে লন্ডন
৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ ডিএনসিসির
সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা
সর্বশেষ খবর
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক